ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ২১ রাউন্ড গুলিসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
রাজধানীতে ২১ রাউন্ড গুলিসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর শান্তিনগর চামেলীবাগ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন (দক্ষিণ) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও গুলিসহ ফয়সাল (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।  

এ সময় ৫০০টি ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১,৪৫,০০০ (এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা ও ২১ রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. ফয়সাল শান্তিনগর এলাকার চিহ্নিত মাদক কারবারি।

সোমবার (১৪ অক্টোবর) অধিদপ্তরের ঢাকা মেট্রোরেল (দক্ষিণ) কোতোয়ালি সার্কেলের পরিদর্শক মো. শাহজালাল ভূঁইয়ার নেতৃত্বে একটি টিম রোববার (১৩ অক্টোবর) এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার মো. ফয়সাল জিজ্ঞাসাবাদে জানায় সুযোগ-সন্ধানী অপরাধী চক্র বিভিন্ন থানা থেকে অস্ত্র-গুলি লুট করে। এমন একটি অপরাধী চক্রের থেকে সে ম্যাগজিন ও গুলি ক্রয় করে। একটি অস্ত্র কেনার চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। চিহ্নিত ইয়াবা কারবারি মো. ফয়সাল মূলত এলাকায় মাদক কারবারে প্রভাব বিস্তার ও প্রতিপক্ষের মনে ভীতি সঞ্চারের কৌশল হিসেবে অস্ত্র-গুলি সংগ্রহের চেষ্টা করছিল। সে শান্তিনগর ও রমনা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে এর আগেও ছয়টি মাদক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।