ঢাকা, মঙ্গলবার, ৬ কার্তিক ১৪৩১, ২২ অক্টোবর ২০২৪, ১৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শেবাচিমে অপসারণ-বকেয়া বেতন চেয়ে কর্মচারীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
শেবাচিমে অপসারণ-বকেয়া বেতন চেয়ে কর্মচারীদের বিক্ষোভ

বরিশাল: বকেয়া বেতন প্রদান ও ওয়ার্ড মাস্টারসহ তিন কর্মচারীর অপসারণ দাবিতে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পৃথক বিক্ষোভ হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সকালে হাসপাতালের সামনে বকেয়া বেতন চেয়ে বিক্ষোভ করে চুক্তিভিত্তিক কর্মচারীরা।

একই সময় হাসপাতালের ওয়ার্ড মাস্টার, অফিস সহায়ক রুহুল আমিন লিখন ও তরিকুল ইসলাম সোহাগের অপসারণের দাবিতে মানববন্ধন করে সাধারণ কর্মচারীরা।

তাদের বিরুদ্ধে রোস্টার বাণিজ্যের মাধ্যমে হাসপাতালের কর্মচারীদের কাছ থেকে চাঁদা আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন কর্মচারীরা।

এসব বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক পরিচালক ডা. এস.এম. মনিরুজ্জামান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের চুক্তি শেষ হয়ে গেছে। এছাড়া তাদের জুন ২৪ পর্যন্ত বেতন পরিশোধ করা হয়েছে। আমাদের যেহেতু লোকবল সংকট রয়েছে তাই তারা চুক্তির বাইরে কাজ করছে।

বেতন পরিশোধ ও কর্মচারীদের অপসারণের দাবির বিষয়ে মন্ত্রণালয়ে জানানো হবে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।