ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ট্রাকচাপায় এক ব্যক্তি  নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
নাটোরে ট্রাকচাপায় এক ব্যক্তি  নিহত প্রতীকী ছবি

নাটোর: নাটোরে ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের ডাকমারা গোরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহীর পবা হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আজ সকালে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের ডাকমারা গোরস্থানের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় শনাক্ত করা যায়নি। পরে পিবিআইকে দায়িত্ব দেওয়া হলে তারাও নাম-পরিচয় শনাক্ত পারেননি।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।