ঢাকা, বুধবার, ৭ কার্তিক ১৪৩১, ২৩ অক্টোবর ২০২৪, ১৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্কের চেষ্টা চালিয়ে যাবে ভারত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্কের চেষ্টা চালিয়ে যাবে ভারত

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের আন্তঃনির্ভরশীলতার ওপর নির্মিত একটি স্থিতিশীল, ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের চেষ্টা চালিয়ে যাবে ভারত, যেখানে উভয় দেশের জনগণ থাকবে প্রধান অংশীজন। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

বুধবার (২৩ অক্টোবর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন জানায়, হাইকমিশনার প্রণয় ভার্মা মিরপুরে বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজে এনডিসি-২০২৪ কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য দেন।

হাইকমিশনার নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা, বৈশ্বিক শাসন ব্যবস্থার সংস্কার ও গ্লোবাল সাউথের স্বার্থের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও দ্রুত জাতীয় উন্নয়নের জন্য ভারতের অন্বেষণকে অগ্রসর করতে বিশ্বের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততাকে গুরুত্বসহ তুলে ধরে ভারতের পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশল সম্পর্কে কথা বলেন।

তিনি ভারতের পররাষ্ট্রনীতির ‘নেইবারহুড ফার্স্ট’, ‘অ্যাক্ট ইস্ট পলিসি’, ‘সাগর  মতবাদ’ ও সেইসাথে ভারতের ইন্দো-প্যাসিফিক ভিশনের অগ্রাধিকারগুলোর ভিত্তিতে ভারত-বাংলাদেশ সম্পর্কের দীর্ঘমেয়াদি দর্শন ব্যাখ্যা করেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।