ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হত্যা মামলায় ২ আ. লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
হত্যা মামলায় ২ আ. লীগ নেতা গ্রেপ্তার

ঢাকা: বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সৈয়দ নাজমুল হাসান (২৩) হত্যা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) রাত পৌনে দুইটায় রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলো খিলগাঁও ৭৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি মো. ফরিদ(৩৮) ও খিলগাঁও ১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য মো. তামান মিয়া (৪৪)।

বুধবার (২৩ অক্টোবর) রাতে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

খিলগাঁও থানা সূত্রের বরাত দিয়ে তিনি জানান, গত ১৯ জুলাই বিকেলে সাড়ে তিনটায় বনশ্রী জি ব্লকের ১ নম্বর রোডে হাজার হাজার ছাত্র- জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। ওইদিন ভিকটিম ফিজিওথেরাপি টেকনিশিয়ান সৈয়দ নাজমুল হাসান (২৩) আফতাব নগরে তার বাসা থেকে বনশ্রী রাজি হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে নাজমুল বুকে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ভিকটিমের আত্মীয় আব্দুল মালেক (৭০) বাদি হয়ে ১৩ অক্টোবর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

তিনি আরও জানান, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার রাত পৌনে দুইটায় খিলগাঁও ৭৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি ফরিদ ও খিলগাঁওয়ের ১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য মো. তামান মিয়াকে গ্রেপ্তার করা হয়। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।