ঢাকা, শনিবার, ১০ কার্তিক ১৪৩১, ২৬ অক্টোবর ২০২৪, ২২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জলঢাকায় ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
জলঢাকায় ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

নীলফামারী: নীলফামারীর জলঢাকায় ট্রাকের ধাক্কায় মেহেদি হাসান তুহিন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ডালিয়া-রংপুর সড়কের জলঢাকা পৌর শহরের পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানপাড়ার আজম মিয়ার ছেলে। মীরগঞ্জ বাজারে ইলেকট্রনিক পণ্যের দোকান রয়েছে তার।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে রংপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তুহিন। জলঢাকা পেট্রল পাম্প এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। তাতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।