ঢাকা, রবিবার, ১১ কার্তিক ১৪৩১, ২৭ অক্টোবর ২০২৪, ২৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ব্যবসায়ী আশফাক হত্যাকারীদের বিচার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
সিরাজগঞ্জে ব্যবসায়ী আশফাক হত্যাকারীদের বিচার দাবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হাতে খুন হওয়া ব্যবসায়ী আশফাকুল আওয়াল খানের হত্যাকারী ও তার সহযোগীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গ্রামবাসী।  

রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে এক হাজারেরও বেশি নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

 

এর আগে পৌর এলাকার নতুন ভাঙাবাড়ি ও বাহিরগোলা মহল্লা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গ্রামবাসী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ব্যবসায়ী আশফাকুল আওয়ালকে গলাটিপে হত্যা করে ফেলে রাখা হয়। এ ঘটনায় জড়িত বাবু মন্ডল, দেওয়ান শুভ, কামরুল ইসলাম, লিটন ও একরামুল। তাদের মধ্যে দেওয়ান শুভকে গ্রেপ্তার করা হলেও বাকি আসামিরা বাইরে রয়েছে। আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে ফাঁসির সাজা দেওয়ার দাবি করেন বক্তারা।

সমাবেশে জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মির্জা ফারুক আহমেদ, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সুলতান তালুকদার, বাসদ নেতা পলাশ ঘোষ, সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রভাষক কিরন হোসেন, স্থানীয় মাতব্বর রাজু আহমেদ, শরিফুল ইসলাম, মকবুল হোসেন ও নিহতের বন্ধু নাজমুল ইসলাম বক্তব্য রাখেন।  

গত বুধবার (২৩ অক্টোবর) রাতে সদর উপজেলার নলিছাপাড়া এলাকায় পাওনা টাকা চাইতে গেলে ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে মারা যান আশফাকুল আওয়াল খান। নিহত আশফাকুল পৌর এলাকার নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুর রহিমের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই রাকিব হাসিব খান বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।