ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ ...

চট্টগ্রাম: কুমিল্লার নবীয়াবাদ দারুল উলূম নূরানী হাফেজিয়া মাদ্রাসা থেকে মো. হাসান (১৪) নামের এক শিক্ষার্থী হারিয়ে গেছে। গত ২০ অক্টোবর সকাল ৮টার দিকে মাদ্রাসার বাইরে গিয়ে সে আর ফিরে আসেনি।

 

ওই শিক্ষার্থী দেবীদ্বার থানার মোহনপুর ওয়ার্ডের বাউরা গ্রামের মফিজুল ইসলাম সরকারের ছেলে। সে আঞ্চলিক ভাষায় কথা বলে। গায়ের রং উজ্জ্বল, গড়নে লম্বা।  

মফিজুল ইসলাম সরকার জানান, ১০ দিন পেরিয়ে গেলেও ছেলের সন্ধান পাইনি। ছেলেকে না পেয়ে তার মা পারভীন আক্তার শয্যাশায়ী।

কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে ০১৭৪৬-০৫৯৯০৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।