ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
রাজধানীতে তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ঢাকা: রাজধানীর বিমানবন্দর থানাধীন এলাকায় তিন হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দর থানাধীন মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের নিচতলার একটি মোবাইল সার্ভেসিং দোকানের সামনে থেকে তাদের তিনজনেক আটক করে ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়।

এ সময় তাদের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা ও তিনটি মোবাইল জব্দ করা হয়েছে। পরে তাদের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মো.ইলিয়াছ মিয়া (৩২), জয়নাল আবেদীন (৪০) ও মাহমুদুল হক (৩৪)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি উত্তর কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক হোসেন জিল্লুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের নিচতলার পশ্চিম পাশের সিড়ির সাথে থাকা নূরনবীর মোবাইল কেয়ার নামের একটি মোবাইল সার্ভেসিং দোকানের সামনে থেকে তাদের তিনজনকে আটক করে ডিএনসি উত্তরের বিমানবন্দর টিম। পরে বুধবার (৩০ অক্টোবর) তাদের বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এসসি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।