ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় দুজনের বিরুদ্ধে ব্যবস্থা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় দুজনের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা: সুইজারল্যান্ডে আইন, বিচার ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জেনেভায় বাংলাদেশ মিশনের দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে  সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা ড. আসিফ নজরুলকে জেনেভায় হেনস্থার ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তৌফিক হাসান বলেন, ওই ঘটনায় জেনেভা মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। আর মিশনের স্থানীয় কর্মী হিসেবে নিয়োগপ্রাপ্ত মিজানকে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, উপদেষ্টা ড. আসিফ নজরুল জেনেভায় আইএলও অফিসে এক বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফেরার পথে ৬ নভেম্বর জেনেভা বিমানবন্দরে হেনস্তার শিকার হন তিনি।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।