টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে নির্ধারিত মূল্যের চেয়ে সারের দাম বেশি রাখা ও অবৈধভাবে মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া ৩৭৯ বস্তা সার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার গারোবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট কিশোর কুমার দাস।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গারোবাজার এলাকায় সাইফুল ইসলাম লিটন ও আজহারুল ইসলামের সারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে সারের দাম বেশি রাখা ও অবৈধভাবে মজুদ রাখায় ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩৭৯ বস্তা সার জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযান পরিচালনাকালে সেনাবাহিনী পুলিশ ও কৃষি বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
জেএইচ