ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ঘন কুয়াশা, তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
পঞ্চগড়ে ঘন কুয়াশা, তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে

পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কড়া নাড়ছে শীতের আগমনী বার্তা। দিনভর গরম আবহাওয়া থাকলেও গভীর রাত থেকে সকাল পর্যন্ত দেখা দিচ্ছে ঘন কুয়াশা।

একইসঙ্গে বইতে শুরু করেছে উত্তরের হিমেল বাতাস।

রোববার (১৭ নভেম্বর) আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিন সকালে পথঘাট ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে দেখা যায়। কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করে বিভিন্ন যানবাহন। ঘন কুয়াশা উপেক্ষা করে শ্রমজীবীদের কাজে যেতে দেখা যায়।  

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, রোববার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।  

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় ঘন কুয়াশার পরিমাণ কমছে।  

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।