ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলায় ১৩ মামলার আসামি আলতাব গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
ভোলায় ১৩ মামলার আসামি আলতাব গ্রেপ্তার 

ভোলা: ভোলায় বিশেষ অভিযানে ১৩ মামলার আসামি আলতাব হোসেন আলতুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে জেলা সদরের খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ভোলা র‍্যাব-৮।

 

গ্রেপ্তার আলতাব বাপ্তা ইউপির মৃত আকরাম আলীরর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন খবর পেয়ে ভোর ৬টার দিকে ভোলা সদর থানাধীন খেয়াঘাট এলাকায় অবস্থিত এমডি ভোলা নামে লঞ্চ থেকে আলতাফকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানা, হিজলা ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায়য় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও গুরুতর জখমসহ মোট ১৩টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।