ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও এনটিএমসি'র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক মোট ৮ সদস্যকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।
পাশাপাশি তদন্ত প্রতিবেদন জমা দিতে চিফ প্রসিকিউটর দুই মাসের সময় চাইলে আদালত এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেন।
বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই আদেশ দেন।
অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
যাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয় তারা হলেন সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যাত্রাবাড়ী থানা সাবেক (ওসি) আবুল হাসান, এনটিএমসি'র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসান, ঢাকা জেলা সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক, ঢাকা উত্তর ডিবি সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
ইএসএস/এমএম