ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোল্লা কলেজের সামনে যৌথবাহিনীর অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
মোল্লা কলেজের সামনে যৌথবাহিনীর অবস্থান ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা, ভাঙচুর, লুটপাট ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে যৌথবাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় যাত্রাবাড়ী-ডেমরা সড়কে অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে গিয়ে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, কলেজের সামনে বেশকিছু সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য অবস্থান করছেন। কলেজের মূল ফটকের সামনে একটি এপিসিও রয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা পিছু হটলে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা ওই কলেজের ভেতর ও বাইরে ভাঙচুর চালায়। পরে তারা ওই কলেজে লুটপাটও চালায়। এতে প্রতিষ্ঠানটি ধ্বংসস্তূপে পরিণত হয়। পুলিশ বলছে, এ ঘটনায় স্বার্থান্বেষী মহল জড়িত। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে জড়িতদের শনাক্তে চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন বাংলানিউজকে বলেন, এখনো কোনো আপডেট নেই। কোনো অগ্রগতি থাকলে জানতে পারবেন। কলেজের সামনে সেনাবাহিনী ও পুলিশসহ যৌথবাহিনীর সদস্যরা রয়েছে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছি। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, সোমবার সকাল ১০টার দিকে লাঠিসোঁটা হাতে সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে জড়ো হয়। পরে তারা মিছিল নিয়ে কবি নজরুল কলেজের সামনে আসেন। দুপুর ১২টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ডেমরা সড়ক সংলগ্ন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। তখন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে ওই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই যাত্রাবাড়ী-ডেমরা সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় ৩৫ জন শিক্ষার্থী সেখানে চিকিৎসা নিয়েছেন। তাদের বেশির ভাগই সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।