ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘সংখ্যালঘু তত্ত্ব দিয়ে বাংলাদেশকে ভাগ করা যাবে না’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
‘সংখ্যালঘু তত্ত্ব দিয়ে বাংলাদেশকে ভাগ করা যাবে না’

চট্রগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় বাংলাদেশের মানুষ নজিরবিহীন ধৈর্য প্রকাশ করেছে। নাগরিকরা তাদের দায়িত্ব পালন করছে।

সরকারকে তার দায়িত্ব পালন করতে হবে।  

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সম্প্রীতি সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এসব কথা বলেন।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। তারা শুধু এদেশের মুসলামনদের ওপর আঘাত করেনি, তারা আবহমানকাল ধরে চলে আসা সনাতনীদের মন্দির দখল করেছে।

তিনি বলেন, গণমাধ্যম চিন্ময় দাসের প্রোগ্রাম সনাতনীদের প্রোগ্রাম হিসেবে উপস্থাপন করে। অথচ এদেশের লাখো হিন্দুর প্রতিনিধি চিন্ময় দাস নন। আপনারা হেফাজতের আন্দোলনের সময় বলেননি মুসলমানদের আন্দোলন। সাঈদীর গ্রেপ্তারের সময় তো বলেননি মুসলমান নেতা গ্রেপ্তার হয়েছে। তাহলে চিন্ময়কে কেন হিন্দু নেতা হিসেবে উপস্থাপন করেছেন! 

মুখপাত্র উমামা ফাতেমা বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সর্বশেষ সংখ্যালঘু ট্রামকার্ড খেলেছে। সংখ্যালঘু তত্ত্ব দিয়ে মানুষকে বিভাগ তৈরি করার চেষ্টা করা হচ্ছে।  

সমম্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, বাংলাদেশের মানুষ নজিরবিহীন ধৈর্য মানুষ প্রকাশ করেছে। নাগরিকরা তাদের দায়িত্ব পালন করছে। সরকারকে তার দায়িত্ব পালন করতে হবে।  

সমাবেশে আরও বক্তব্য দেন সমম্বয়ক মাহিন সরকার, আহনাফ সাইদ খানসহ প্রমুখ।  

বাংলাদেশ সময় : ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এজেডএস/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।