ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি, গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
যশোরে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি, গ্রেপ্তার ৩

যশোর: যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে তিন যুবক গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) যশোর শহরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন, জামালপুরের শিপন মিয়া রাসেল (২২), শেরপুরের শামীমুল হক (৩০) এবং নেত্রকোনার সরোয়ার হোসেন (২৮)। তারা অর্থের বিনিময়ে তিন পরীক্ষার্থীর হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে আসেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পরীক্ষা কেন্দ্রের আরসিও গেটে প্রবেশের সময় পুলিশ সদস্যরা প্রার্থীদের নাম ও ছবি যাচাই করেন। এ সময় তিন যুবকের নাম, ছবি ও স্বাক্ষরে অসঙ্গতি ধরা পড়ে। ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা প্রক্সি প্রার্থী হিসেবে আসার বিষয়টি স্বীকার করেন। তারা জানিয়েছেন, আলিমুলের জায়গায় শিপন, মোহাম্মদ রাসেলের জায়গায় শামীমুল এবং রাকিবুলের জায়গায় সরোয়ার পরীক্ষা দিতে এসেছিলেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে বলেন, আটকরা একটি চক্রের সদস্য, যারা ভাড়ায় পরীক্ষা দিয়ে থাকে। তারা নিজেদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন। পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় এ ধরনের প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা ও এ চক্রের অন্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
ইউজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।