ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

রাতের আঁধারে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, মা-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
রাতের আঁধারে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, মা-ছেলে আটক

হবিগঞ্জ: রাতের আঁধারে ভারতে অনুপ্রবেশ করার সময় বাংলাদেশি নাগরিক মা-ছেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ৫৫ বিজিবির বাল্লা সীমান্ত ফাঁড়ি থেকে তাদের হবিগঞ্জের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন- সিলেট জেলা সদরের জালালাবাদ এলাকার বাসিন্দা টুনু বর্মনের স্ত্রী রেখা বর্মন (৬০) ও ছেলে রিপন বর্মন (৩২)।

এ ঘটনায় আটক মা-ছেলে সীমান্তের আদম ব্যাপারী কাইয়ুম আলী, এখলাস মিয়া এবং আরজত আলীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছে বিজিবি।

৫৫ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৭ নভেম্বর) রাতে রেখা বর্মন ও তার ছেলে রিপন বর্মন তিন আদম বেপারীকে টাকা দিয়ে তাদের সহযোগিতায় ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে যাচ্ছিলেন। বাল্লার কলাবাগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। তবে এ সময় আদম ব্যাপারী পালিয়ে যায়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সীমান্তে মানবপাচারকারীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। আটক দুইজনকে বৃহস্পতিবারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।