ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় প্রতিবেশীর বাড়িতে মিলল নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
বগুড়ায় প্রতিবেশীর বাড়িতে মিলল নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ

বগুড়া: বগুড়া সদর উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর প্রতিবেশীর ঘর থেকে মাহাদী (০৫) নামে একটি শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে তাহমিনা খাতুন নামে এক নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চারমাথা ধমকপাড়ায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহাদী ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

আটক তাহমিনা খাতুন বগুড়া শিবগঞ্জ উপজেলার জানগ্রাম এলাকার আনিস মণ্ডলের স্ত্রী। তারা ধমকপাড়ায় মাহাদীদের পাশের এক বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার পর থেকে নিখোঁজ ছিল মাহাদী। শুক্রবার সকালে প্রতিবেশী রতনের বাড়ির ভাড়াটিয়া তাহমিনাকে একটি বস্তার পাশে পায়চারি করতে দেখে সন্দেহ হয় রতনের৷ রতন বিষয়টি এলাকাবাসীকে জানালে স্থানীয় লোকজন মিলে ওই নারীর বাসায় গিয়ে বস্তাটি খুললে তাতে মাহাদীর মরদেহ পাওয়া যায়।  

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মঈন উদ্দীন বলেন, মরদেহ উদ্ধারের পাশাপাশি একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।  

ধারণা করা হচ্ছে, মুক্তিপণের জন্য শিশুটিকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
কেইউএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।