ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়িতে পিসিজেএসএস-ইউপিডিএফ ‘বন্দুকযুদ্ধ’, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
বাঘাইছড়িতে পিসিজেএসএস-ইউপিডিএফ ‘বন্দুকযুদ্ধ’, আহত ৫

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সঙ্গে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ( ইউপিডিএফ) সদস্যদের বন্দুকযুদ্ধ হয়েছে। এসময় পিসিজেএসএস'র ৪-৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৩০ নভেম্বর) উপজেলার সাজেক ইউনিয়নের ১০ নম্বর কিচিং পাড়ায় এ বন্দুকযুদ্ধ হয়।

জানা যায়, শনিবার ইউপিডিএফ মূল দলের কমান্ডার মঙ্গল চাকমা ও দেবাশীষ চাকমার নেতৃত্বে প্রায় ৩০ জন এবং জেএসএস মূলের কমান্ডার তীপ্তি চাকমার নেতৃত্বে ২৪-২৫ জনের একটি সশস্ত্র গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিসিজেএসএস'র ৪-৫ জন আহত হয়। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে পুলিশের পক্ষ থেকে এ ঘটনার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।