ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিসিএসসহ চাকরির আবেদন ফি ২০০ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
বিসিএসসহ চাকরির আবেদন ফি ২০০ টাকা

ঢাকা: বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি কমিয়ে ২শ টাকা করা হচ্ছে। একইসঙ্গে সরকারি, আধাসরকারি ও ব্যাংকে চাকরির আবেদন ফিও সর্বোচ্চ ২শ টাকা নির্ধারণ করা হয়েছে।

এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে বিসিএসের আবেদন ফি ছিল ৭শ টাকা।  

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সরকারি, আধাসরকারি, ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠানে চাকরির আবেদনে সর্বোচ্চ ২শ টাকা পর্যন্ত নিতে পারবে। বিসিএস ভাইভা ২শ নম্বরের জায়গায় ১শ নম্বরে অনুষ্ঠিত হবে।

বিসিএসে প্রতিবন্ধী আবেদনকারীদের অন্যদের মতো নির্ধারিত ফির বাইরে বাড়তি কোনো অর্থ দিতে হবে না বলেও জানান সিনিয়র ওই সচিব।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।