ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে টাস্কফোর্সের অভিযান, তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
নাটোরে টাস্কফোর্সের অভিযান, তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

নাটোর: নাটোরে মেয়াদ উত্তীর্ণ, ট্যাগবিহীন পণ্য বিক্রি ও পণ্যের দাম বেশি নেওয়ায় আমানা বিগবাজারসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জেলার বিশেষ টাস্কফোর্সের ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে শহরের কানাইখালি ও মাদরাসা মোড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না।

 

এর মধ্যে শহরের কানাইখালি এলাকার আমানা বিগ বাজার নামে ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, মাদরাসা মোড় এলাকার রোজা কনফেকশনারিকে ৫ হাজার টাকা ও সূর্য সুইটস নামে মিষ্টির দোকানিকে ১৫শ টাকা জরিমানা করা হয়।    

এ সময় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক মেহেদী হাসান তানভীর, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ সেনা সদস্যরা।  

নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ দুপুরে জেলা বিশেষ টাস্কফোর্সের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।  

অভিযানকালে মাদরাসা মোড় এলাকার রোজা কনফেকশনারিতে মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি করতে দেখা যায়। এ অবস্থায় ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় সূর্য সুইটস নামে একটি মিষ্টির দোকানে বিএসটিআই এর লাইসেন্সবিহীন ও ট্যাগ ছাড়াই পণ্য বিক্রির অভিযোগে ১৫শ টাকা জরিমানা করা হয়।  

অপরদিকে কানাইখালি এলাকায় আমানা বিগ বাজার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
আরএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।