ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কীর্তনখোলায় দুর্ঘটনায় পড়া স্পিডবোটের ৪ যাত্রী নিখোঁজ, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
কীর্তনখোলায় দুর্ঘটনায় পড়া স্পিডবোটের ৪ যাত্রী নিখোঁজ, নিহত ১

বরিশাল: বরিশালের কীর্তনখোলার নদীতে ট্রলারের সঙ্গে সংঘর্ষে স্পিডবোট ডুবে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত এক পুলিশ সদস্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

যদিও স্পিডবোটের চালকসহ একাধিক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে, তবে নৌ-পুলিশের পক্ষ থেকে সংখ্যাটি এখনও নিশ্চিত করা হয়নি।  

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন সংলগ্ন কীর্তনখোলা নদী ও লাহারহাট খালের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় স্পিডবোট চালকরা জানান, যে স্পিডবোটটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেটি মূলত ভোলা থেকে বরিশালে আসছিল। আর স্পিডবোটটি ভোলা মালিক সমিতির তাই চালক ও যাত্রীর বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

তবে উদ্ধার হওয়া যাত্রীদের বরাতে বরিশাল স্পিডবোট ঘাটের চালক ও স্টাফরা জানান, লাহারহাট খাল থেকে বের হওয়ার সময় স্পিডবোটটির সঙ্গে একটি ট্রলারের সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি ডুবে যায়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন যাত্রীকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। পাশাপাশি গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নেওয়া হয়। তবে চালকসহ মোট তিনজন নিখোঁজ থাকার খবর বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে।  

এদিকে স্থানীয় বাসিন্দা নাদিম জানান, স্পিডবোটে থাকা বেশিরভাগ যাত্রীকেই উদ্ধার করা হয়েছে, তবে হিসেবে অনুযায়ী চালকসহ মোট দুইজন নিখোঁজ থাকতে পারেন।  

অপরদিকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান,  স্পিডবোট দুর্ঘটনায় দুইজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর মধ্যে অজ্ঞাতপরিচয় ৫০ বছরের এক ব্যক্তিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত মুনসুর (৩০) নামে ভোলার দৌলতখান থানার পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এদিকে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে স্পিডবোটটি ভোলা থেকে যাত্রী নিয়ে বরিশালে আসছিল। আর চালক ও যাত্রীদের মধ্যে মোট চারজন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। তবে তথ্য এখনও যাচাই করা হচ্ছে।  

তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে, তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করবেন।  

প্রসঙ্গত, দুর্ঘটনার পর স্পিডবোটটিও ডুবে যাওয়ায় সেটি খুঁজে পাওয়া যায়নি, পাশাপাশি ট্রলারটিরও অবস্থান শনাক্ত করা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।