ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে পিসিপির সভাপতি তাজুল, সম্পাদক খলিল

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
রাঙামাটিতে পিসিপির সভাপতি তাজুল, সম্পাদক খলিল

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলা শাখার নতুন কমিটিতে মো. তাজুল ইসলাম তাজকে সভাপতি ও মো. খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মো. মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৫২ সদস্যের জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।  

সোমবার (৯ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

ছাত্র সংগঠনটির নবগঠিত এ কমিটি আগামী এক বছরের জন্য সংগঠনের উন্নয়নে কাজ করবেন।  

পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস ও বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনটির নবগঠিত এই কমিটি পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে নেতৃত্ব দানে ও বাংলাদেশের এক-দশমাংশ অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।