ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মিথ্যা কারণ দেখিয়ে বাংলাদেশে আসা ৩ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
মিথ্যা কারণ দেখিয়ে বাংলাদেশে আসা ৩ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

হবিগঞ্জ: মিথ্যা কারণ দেখিয়ে বাংলাদেশ আসার অভিযোগে ভারতীয় তিন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে আটক তিনজনকে ২৫ বিজিবির সরাইল ব্যাটালিয়ন থেকে মাধবপুর থানায় স্থানান্তর করা হয়।


  
আটক ব্যক্তিরা হলেন ভারতের আগরতলা রাজ্যের রেলস্টশন এলাকার প্রদীপ পাল (৫০), একই রাজ্যের আমতলী থানার রাণীর খামার গ্রামের অমূল্য বিশ্বাসের ছেলে অজিৎ বিশ্বাস (৪০) ও সিধাই থানার গোপালনগরের প্রিয়সী মহন দাসের ছেলে সমীর মহন দাস (৩০)।
 
বিজিবি জানায়, কেউ যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারেন, সে জন্য ২৫ বিজিবির সরাইল ব্যাটালিয়নের টহল জোরদার রয়েছে। সোমবার ওই তিনজন মাধবপুরের ধর্মঘর সীমান্তের সন্তোষপুর এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এসময় সীমান্তের পিলার নং ১৯৯৭/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করে বিজিবি।
 
বিজিবর হাতে আটক হওয়ার পর ভারতীয় নাগরিকরা জানান, ভারতের অভ্যন্তরে ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের হরণখোলা ক্যাম্পে নিজেদের আঁধার কার্ড জমা দিয়ে ধান কাটা ও ড্রাগন ফলের বাগান দেখার কথা বলে তারা বাংলাদেশে এসেছেন।
 
কিন্তু বিজিবি খোঁজ নিয়ে দেখে, প্রকৃতপক্ষে এ এলাকায় কোনো ধান কাটা হচ্ছে না এবং ড্রাগনের বাগানও নেই। তখন তিনজনকে আটক করে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ড্রাইভিং লাইসেন্স ও ৩৩০ ভারতীয় মুদ্রা (রুপি) জব্দ করা হয়।
 
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, আটক তিন ভারতীয় নাগরিককে পাসপোর্ট নিরোধ আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।