ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে যানজট নিরসনে যৌথ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
নারায়ণগঞ্জে যানজট নিরসনে যৌথ অভিযান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে যৌথ অভিযান পরিচালনা করছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের টিম।

বুধবার (১১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে চলে এই অভিযান।

এ সময় সড়ক দখল করে বসা হকারদের উচ্ছেদ করে যৌথ বাহিনী। পাশাপাশি সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা বিভিন্ন যানবাহনকে সরিয়ে দেয় এবং বেশ কয়েকজনকে জরিমানা করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন বলেছেন, আমরা অনেক অবৈধ স্ট্যান্ড এখান থেকে সরিয়েছি। চাঁদমারি পর্যন্ত কোনো বাস কাউন্টার নেই। এখান থেকে সিএনজি স্ট্যান্ড তুলে দিয়েছি আবার হয়ত তারা এখানে ভিড় করছে। এভাবেই চলছে। আমরা সরিয়ে দিই তারা আবার এসে বসে।

তিনি আরও বলেন, আমরা কয়েক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুলিশ, সেনাবাহিনী ও নারায়ণগঞ্জ প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করছি। এই অভিযানের মূল উদ্দেশ্য শহরের যানজট নিরসন ও সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে সে ব্যবস্থা করে দেওয়া।

মানুষকে রাস্তায় দোকান বসানো বা গাড়ি না রাখার ব্যাপারে সচেতন করার পাশাপাশি তাদের জরিমানা করা হচ্ছে বলেও জানান জাকির হোসাইন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।