ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি' শিবচর থেকে স্থানান্তরের প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
‘ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি' শিবচর থেকে স্থানান্তরের প্রতিবাদ

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে নির্মাণাধীন 'ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি' স্থানান্তরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফরায়েজী আন্দোলনের পথিকৃৎ হাজী শরিয়তউল্লাহর (র) সপ্তম পুরুষ, হাজী শরিয়তউল্লাহ (র) সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সাঈদ উদ্দিন আহমেদ হানজালা।  

বুধবার (১১ ডিসেম্বর) উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন,'কর্মসংস্থানের অপার সম্ভাবনাকে সামনে রেখে ২০২১ সালে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি অ্যান্ড হাইটেক পার্ক নির্মাণে শিবচরের কুতুবপুরে ৭০.৩৪ একর জমি অধিগ্রহণ করা হয়। প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় ধরে প্রকল্পের কাজ শুরু হয়। পরবর্তীকালে ফ্যাসিবাদ সরকারের পতনের পর কোনো এক অদৃশ্য কারণে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে বেকারত্ব হ্রাসে এবং আর্থসামাজিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে শিবচরবাসীর এই হাইটেক পার্ক খুবই প্রয়োজন।  

ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিল এমন কিছু অসাধু সচিব ও দুর্নীতিবাজ ঠিকাদাররা বিশাল অর্থ দুর্নীতির মাধ্যমে লুটপাট করার জন্য প্রকল্প সরিয়ে নেওয়ার চক্রান্ত করেছে।

তিনি বলেন, তাদের জ্ঞাতার্থে আমরা শিবচরের গরিব-দুঃখী, অসহায়, দুস্থ-মেহেনতি খেটে খাওয়া মানুষের পক্ষ থেকে বলে দিতে চাই আমাদের শিবচরের তরুণ প্রজন্মরা তাদের জীবন দিয়ে হলেও এই নির্মাণাধীন প্রজেক্টকে অন্য কোথাও স্থানান্তর হতে দেবে না ইনশা আল্লাহ। '

এসময় হাজী শরিয়তউল্লাহ (র.) সমাজকল্যাণ পরিষদের অন্যান্য সদস্যসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ প্রযুক্তির নানাখাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ২০২২ সালের ১ জানুয়ারি পদ্মা সেতুর পাশে মাদারীপুর জেলার শিবচরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে 'ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি' গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছিল। বিশেষায়িত এই প্রযুক্তি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০২৩ সালের ৩১ জানুয়ারি।  

অধিগ্রহণকৃত ৭০ একর জমি নির্ধারণ করা হয়েছিল। যেখানে বালু ফেলে ভরাটের কাজ শুরু হয়েছিল। প্রকল্প সংশ্লিষ্ট নানা কাজে জুলাই ২০২৪ সাল পর্যন্ত ব্যয় হয়েছে ২৪৮ কোটি টাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমে শেখ হাসিনার নাম বাদ দিয়ে প্রকল্পের নাম পুনর্নির্ধারণ করা হয় 'বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি'। এবার নামের পর বাদ যাচ্ছে প্রকল্পটির জন্য নির্ধারিত স্থানও।

এর প্রতিবাদে শিবচরের সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানাভাবে প্রতিবাদ জানাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।