ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সমন্বয়কদের গাড়িতে ছিনতাই: ১৪৮ মোবাইলসহ আরও তিনজন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
সমন্বয়কদের গাড়িতে ছিনতাই: ১৪৮ মোবাইলসহ আরও তিনজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের বহন করা গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় আরও তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইল ফোনের মধ্যে সমন্বয়কদের খোয়া যাওয়া মোবাইল ফোনও রয়েছে।

গ্রেপ্তাররা হলেন আনোয়ার হোসেন ওরফে রাজিব, রাকিম মিয়া, ও মিন্টু মিয়া।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, গত রোববার বান্দরবানের লামায় যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা গাড়িতে হামলা করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় গাড়িতে থাকা ছাত্র নেতাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাগসহ মালপত্র ছিনিয়ে নেয়। হামলায় গাড়ির কাঁচ ভেঙে দুজন আহত হয়েছে।  

এ ঘটনায় পরদিন সোমবার অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে হাজতে প্রেরণ করে। সেই আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে ১৪৮টি চোরাই মোবাইলসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলের মধ্যে সমন্বয়কদের ফোনও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এমআরপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।