ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

র‌্যাবের একটি নির্দিষ্ট আইন করার চিন্তা করছি: ডিজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
র‌্যাবের একটি নির্দিষ্ট আইন করার চিন্তা করছি: ডিজি

ঢাকা: র‌্যাব বিলুপ্তির বিষয়ে র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান বলেছেন, সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত নেমে নেওয়া হবে। এছাড়াও র‌্যাবের ইউনিফর্ম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, র‌্যাবের একটি নির্দিষ্ট আইন করার চিন্তা করছি।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

৫ আগস্টের আগে র‌্যাবের হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হেলিকপ্টার সংক্রান্তে হাইকোর্টে রিট হয়েছে, ফৌজদারি মামলা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অনুসন্ধান শুরু হয়েছে। আমরা আশা করবো এ সংক্রান্ত অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।  

দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন এবং সরকার র‌্যাবের বিলুপ্তির সিদ্ধান্ত নিলে এ ব্যাপারে সরকার সিদ্ধান্ত মেনে নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।  

বাহিনী ঘিরে বেশ কিছু অভিযোগ রয়েছে, এই অবস্থায় মানুষের আস্থায় ফিরতে ইউনিফর্ম (পোশাক) পরিবর্তন করবেন কি-না, জানতে চাইলে র‌্যাব ডিজি বলেন, ইউনিফর্ম পরিবর্তনের চিন্তাভাবনা করছি। তবে ইউনিফর্মের চেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটি এই ইউনিফর্ম পরে। একজন ভালো মানুষ যে ইউনিফর্মই পরুক তার কাছ থেকে ভালো কাজ পাবো আর খারাপ ব্যক্তির কাছ থেকে ভালো কিছু পাবো না।  

র‌্যাবের নির্দিষ্ট কোনো আইন নেই, র‍্যাবের জন্য আমরা আলাদা একটি আইন করার চিন্তা ভাবনা করছি। এছাড়া আর কোন কোন বিষয় সংস্কার করা যায় সেজন্য গণমাধ্যম ও জনসাধারণের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।  

শহিদুর রহমান বলেন, সাংবাদিকতা মহান পেশা। সাংবাদিকরা সবকিছু ভয়ভীতির ঊর্ধ্বে থেকে কাজ না করতে পারেন তাহলে গণতান্ত্রিক দেশের প্রশ্ন থেকে যায়। ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আপনারা পেশাগত দায়িত্ব পালন করবেন।  

তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তার জন্য র‌্যাব সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করবে।  

প্রতিষ্ঠালগ্ন থেকে মুফতি হান্নান, বাংলা ভাই ও শায়েখ রহমানসহ অনেক বড় বড় জঙ্গিকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। কিন্তু ৫ আগস্টের পর রাজনৈতিক মহল থেকে বলা হচ্ছে র‌্যাবের জঙ্গি গ্রেফতার ও অভিযান সাজানো নাটক। আপনারা এই জঙ্গি অভিযানকে নাটক বলছেন কি-না জানতে চাইলে শহিদুর রহমান বলেন, আমাদের দেশে জঙ্গিদের তৎপরতা ছিল, আমরা দেখেছি। ভবিষ্যতেও যেন কোনো ধরনের জঙ্গি তৎপরতা দেশে বিস্তার লাভ না করতে পারে সে বিষয়ে সচেষ্ট থেকে র‌্যাব কাজ করে যাচ্ছে।  

সাংবাদিক সাগর-রুনী হত্যা মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মামলা। এই মামলার তদন্তে প্রত্যাশিত ফল না হওয়ার কারণে আদালতকে অবহিত করি। আদালত এই মামলা তদন্তে একটি উচ্চতর কমিটি গঠন করে দিয়েছেন। আশা করি এখানে আমরা সফলতা পাবো।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র‌্যাবের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে এবং কমিশনে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে র‌্যাব কোনো সহায়তা করবে কি-না। জানতে চাইলে তিনি বলেন, সবাই আদালত এবং আইনের নির্দেশ মানতে বাধ্য। আমরা নিজেরাও চাইবো এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং বিচার হোক।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এমএমআই/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।