ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
‘হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে’

কক্সবাজার: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মুনিরুজ্জমান বলেছেন, মানুষের হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে। এখন থেকে জমি এজমালি আর থাকবে না।

জমি হবে এখন একক মালিকানায়। ভূমি বিরোধ বিষয়টিকে জিরো পর্যায়ে নিয়ে যেতে এই উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে কক্সবাজারের ঝিলংজা মৌজার চলমান ডিজিটাল জরিপ কার্যক্রম সম্পর্কে ভূমি মালিক ও অংশীদারদের সঙ্গে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

মহাপরিচালক মুনিরুজ্জমান বলেন, জরিপ শেষ হলে পুঙ্খানুপুঙ্খ ম্যাপ পাওয়া যাবে, যা অনলাইনেও থাকবে। যেখানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছবি, স্থায়ী ঠিকানা সংযুক্ত থাকবে। প্রত্যেক ছয় মাস পর পর এটি আপডেট হবে। এর মাধ্যমে জমি নিয়ে মামলা জটিলতা দূর হবে।

সভায় প্রধান আলোচক ছিলেন দিয়ারা সেটেলমেন্ট অপারেশনের সেটেলমেন্ট অফিসার মো. নাজমুস শোয়েব।  

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান।  

সভায় বক্তারা বলেন, আগের ভূমি আইনের জটিলতার কারণে তার দাদার আমলের মামলা এখনও তিনি টেনে চলেছেন। ডিজিটাল জরিপের পরেও একই অবস্থা থেকে গেলে কী লাভ হবে? তাই হয়রানি নিরসন করে মানুষের দুর্ভোগ লাঘব হওয়া দরকার। তাছাড়া দেশের কোথাও জমি বিক্রির সময় অনুমতির প্রয়োজন না হলেও কক্সবাজারে জমি বেচাকেনার সময় অনুমতি নিতে হয়। এটি একটি ভোগান্তি, যা দূর করা দরকার।

সভায় আরও বক্তব্য রাখেন সদর জামায়াতের আমির খোরশেদ আলম আনছারী, সেক্রেটারি আজিজুর রহমান, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর, অ্যাডভোকেট নুরুল আলম, অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানী ও সাংবাদিক শামসুল হক শারেক।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।