ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘এতদিন দুম্বার মাংস যেত আ.লীগ নেতাদের পেটে’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
‘এতদিন দুম্বার মাংস যেত আ.লীগ নেতাদের পেটে’

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে সৌদি আরব সরকারের উপহারের ২২ কার্টুন (৪৪০ কেজি) দুম্বার মাংস এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে।  

এ সময় এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, এতদিন যত দুম্বার মাংস আসতো সব যেত আওয়ামী লীগ নেতাদের পেটে।

তবে এবারই উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা মাংস পেয়েছি।  

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে দুম্বার মাংস নিজ হাতে এতিম শিশুদের হাতে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন।  

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় দুম্বার মাংস বিতরণকালে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাঈদ আলী মোর্শেদ।  

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন বলেন, সৌদি আরব সরকারের উপহারের এই দুম্বার মাংসের সম্পূর্ণ অধিকার দুস্থ, অভাবগ্রস্থ ও এতিমদের। সেই লক্ষ্যে ২২ কার্টুন (৪৪০ কেজি) দুম্বার মাংস উপজেলার ২০টি এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে। সরকারের সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় প্রতিটি কার্টনে ২০ কেজি করে দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। যা শিক্ষার্থীদের মাঝে আনুপাতিক হারে বিতরণ করা হবে।  

বিভিন্ন ইউনিয়ন থেকে আসা এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা দুম্বার মাংস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।  

এ সময় এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গত কয়েক বছরে কোনো মাদরাসা বা এতিমখানায় দুম্বার মাংস বিতরণ করা হয়নি। এমনকি কখন আসতো, কারা সেই মাংস নিতো সেগুলো আমাদের জানার সুযোগ ছিল না। কারণ, এবার সেই মাংসের যারা আসল হকদার তাদের হাতেই সঠিকভাবে পৌঁছে দিয়েছে প্রশাসন। এগুলো আমাদের এতিম শিশুরা সবাই মিলে খাবে। এজন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।  

রাজশাহীর পবা উপজেলার দুর্গা পারিলা এতিমখানা ও হাফেজিয়া মাদরাসা সুপার মাওলানা সামসুল ইসলাম জানান, এতদিন যত দুম্বার মাংস আসতো সব যেতো আওয়ামী লীগ নেতাদের পেটে। যদিও সৌদি সরকার এতিম ও দুঃস্থদের জন্য পাঠাতো। এবার সেই মাংসের যারা আসল হকদার, তাদের হাতেই সঠিকভাবে পৌঁছে দিয়েছে প্রশাসন। সেজন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।