ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে সেনাসদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
শেরপুরে সেনাসদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০

ঢাকা: শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সেনাসদস্য হত্যার ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

শুক্রবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

 

আইএসপিআর জানায়, গত ০২ ডিসেম্বর ২০২৪ তারিখে শেরপুর জেলার সদর উপজেলাধীন চরশেরপুর ইউনিয়নের নিজপাড়া গ্রামে সৈনিক ওয়াসিম আকরাম তার চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় নিহত হন।  

উক্ত সেনাসদস্য হত্যার ঘটনায় নিহতের ভাই মো. জসিম মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।  

এ প্রেক্ষিতে হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের গ্রেফতারে যৌথ বাহিনী ও র‌্যাবের অভিযান চলমান রয়েছে। আজ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এক নম্বর আসামি রন্জুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  

এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলবে বলেও জানানো হয় আইএসপিআরের পক্ষ থেকে।  

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এমইউএম/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।