ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাহাড়ি লাল মাটি কাটার দায়ে যুবকের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
পাহাড়ি লাল মাটি কাটার দায়ে যুবকের জেল

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পাহাড়ি লাল মাটি কাটার দায়ে ফারুক হোসেন (৪০) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ডাদেশ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় পাহাড়ি লাল মাটি কাটার দায়ে এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস।

আটক ফারুক উপজেলার গৌরিশ্বর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

জানা গেছে, উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় ফকির বাড়ি নিয়মনীতির তোয়াক্কা না করে বনবিভাগের জায়গার মাটি কেটে আসছেন। এমন কি প্রশাসনকে নানাভাবে কটুক্তি করেন তিনি। পরে বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে তাকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, পাহাড়ের লাল মাটি কাটার দায়ে তাকে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।