ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে ৪০ টাকা নিয়ে সংঘর্ষে আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
শিবচরে ৪০ টাকা নিয়ে সংঘর্ষে আহত ৭

মাদারীপুর: মাদারীপুরে দোকানদারের পাওনা ৪০ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৭ জন।  

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলার শিবচরের মুন্সী কাদিরপুর বাজারে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, মোজাফফর মৃধা (৬০), মালেক মৃধা (৫০), হাবিব সরকার (৩৬), বেলায়েত সরকারসহ (৩৫) অন্যরা।

জানা গেছে, মুন্সী কাদিরপুর বাজারের চায়ের দোকানদার হাবিব সরকারের দোকান থেকে ৪০ টাকা বাকি নেন স্থানীয় মালেক মৃধা নামে এক ব্যক্তি। গত তিনদিন ধরে পাওয়া টাকা চাচ্ছেন দোকানদার হাবিব। শনিবার ফের ওই টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় চা দোকানি হাবিব সরকার মালেক মৃধাকে গালাগাল দেন একপর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে মালেক মৃধার লোকজন এসে হামলা চালায় চা দোকানির ওপর। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন অন্তত ৭ জন। তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।