ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

১৫ বছর পর এমইউজে খুলনার নির্বাচন ২২ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
১৫ বছর পর এমইউজে খুলনার নির্বাচন ২২ ডিসেম্বর

খুলনা: ১৫ বছর পর আগামী  ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ( এমইউজে) খুলনার নির্বাচন। এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচনে ৭টি পদে ২৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইউনিয়নের সদস্যরা মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সভাপতি পদে দৈনিক আমার দেশ এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন,  দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান রাশিদুল ইসলাম ও বাংলাভিশনের খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ, সহ-সভাপতি পদে দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান, দৈনিক পূর্বাঞ্চলের ফটো সাংবাদিক এম এ হাসান ও  দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাকসুদ আলী, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রাম এর খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান এ এইচ এম শামীমুজ্জামান ও বাংলাদেশ প্রতিদিনের মাকসুদ আলী, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রবাহের সিনিয়র রিপোর্টার খলিলুর রহমান সুমন, দৈনিক পূর্বাঞ্চলের ফটো সাংবাদিক এম এ হাসান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাকসুদ আলী ও দৈনিক সময়ের খবর এর সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম নূর, কোষাধাক্ষ পদে দৈনিক প্রবাহের সিনিয়র রিপোর্টার খলিলুর রহমান সুমন, এস এ টিভির খুলনা ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি ও বাংলানিউজ এর সিনিয়র করেসপন্ডেন্ট মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য দু’টি পদে দৈনিক নয়াদিগন্ত এর খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী, দৈনিক পূর্বাঞ্চলের ফটো সাংবাদিক এম এ হাসান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাকসুদ আলী, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত, ফটো সাংবাদিক সেলিম গাজী, বাংলানিউজ এর সিনিয়র করেসপন্ডেন্ট মাহবুবুর রহমান মুন্না ও দৈনিক আমার দেশ এর স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি জমা দিয়েছেন।

এমইউজে নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইউনিয়নের সিনিয়র সদস্য ও ফিনান্সিয়াল এক্সপ্রেস এর খুলনা ব্যুরো প্রধান জি এম রফিকুল ইসলাম। অপর দুইজন সদস্য রয়েছেন দৈনিক কালের কণ্ঠ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন ও দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন।  

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ, শুনানি ও নিষ্পত্তি, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার, বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।

আগামী রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের আলহাজ¦ লিয়াকত আলী মিলনায়তনে ভোটগ্রহণ। খুলনা প্রেসক্লাবের আলহাজ¦ লিয়াকত আলী মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সর্বশেষ ২০০৯ সালের ১২ ডিসেম্বর এমইউজে খুলনার নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এমআরএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।