ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চারজন আহত হয়েছেন।

 

শনিবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার লালারগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দুজন হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের আঞ্জব উল্লাহর ছেলে রুহুল আমিন (২৬) ও উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত (৪০)।  

স্থানীয়রা জানান, সিলেট শহরমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে হয়। এতে চালক ও পাঁচজন যাত্রী হতাহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আব্দুল মুকিত ও রুহুল আমিনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।  

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজ সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং চালক ও এক নারীসহ অন্যরা আহত হয়েছেন।  

আহতদের বরাত দিয়ে ওসি মিজানুর আরও জানান, তারা পাঁচজন একটি অটোরিকশা ভাড়া করে জগন্নাথপুরের উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে দক্ষিণ সুরমার লালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রুহুল আমিন ও আব্দুল মুকিত মারা যান।  

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।