ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জনপ্রশাসন সংস্কারের প্রতিবেদন জনপ্রশাসন সচিবের কাছে হস্তান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
জনপ্রশাসন সংস্কারের প্রতিবেদন জনপ্রশাসন সচিবের কাছে হস্তান্তর

ঢাকা: পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের শাসনামলে চাকরিচ্যুত ও পদোন্নতি বঞ্চিতরা সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করে জনপ্রশাসন সংস্কারের প্রতিবেদন জনপ্রশাসন সচিবের কাছে হস্তান্তর করেছেন।

রোববার (১৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কক্ষের সামনে অবস্থান নেন তারা।

চাকরিচ্যুত ও পদোন্নতি বঞ্চিতদের দাবি, শেখ হাসিনা সরকার তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। ভিন্ন মতাদর্শ পোষণ করায় আওয়ামী লীগ সরকার তাদের কাউকে অবসরে পাঠিয়েছে, কাউকে চাকরিচ্যুত করেছে আবার কাউকে পদোন্নতি থেকে বঞ্চিত করেছে।

দীর্ঘ ১৫ বছর বঞ্চিতরা কোথাও কোনো অভিযোগ দাখিল করতে পারেননি। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে তারা ন্যায়বিচার আশা করছেন। ফেরত চাচ্ছেন চাকরিসহ পাওনা সুবিধাধি। পদোন্নতি বঞ্চিতরা মেধার ভিত্তিকে পদোন্নতি কামনা করছেন।

সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার বিষয়ক কমিটির সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন চাকরিচ্যুত ও পদোন্নতি বঞ্চিতরা।

বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার বিষয়ক কমিটির সদস্য, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাবেক সংস্থাপন মন্ত্রণালয় সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।