ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মহান বিজয় দিবসে কারাবন্দিরা পাবেন বিশেষ খাবার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
মহান বিজয় দিবসে কারাবন্দিরা পাবেন বিশেষ খাবার ফাইল ফটো

ঢাকা: মহান বিজয় দিবস। আমাদের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে গৌরবের দিন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে এবং দখলদার পাকিস্তান সেনাবাহিনী নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এ মহান বিজয় দিবস উপলক্ষে কারাগারগুলোতে বন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার।

রোববার (১৫ ডিসেম্বর) ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির মোবাইলে বাংলানিউজকে বলেন, আগামীকাল মহান বিজয় দিবস উপলক্ষে বন্দিরা পাবেন বিশেষ খাবার। আগামীকাল ১৬ ডিসেম্বর বন্দিরা দুপুরে ও সকালে বিজয় দিবস উপলক্ষে খাবেন বিশেষ খাবার। রাতে থাকবে প্রতিদিনের মতো সাধারণ খাবার।

বিশেষ খাবারের মধ্যে রয়েছে সকালে খিচুড়ি ও ডিম,পায়েস ও মুড়ি,সেমাই ও মুড়ি। দুপুরের দিকে পোলাও, গরুর মাংস, খাসির মাংস, ডাল ভুনা, ডিম, মিষ্টি, কোমল পানীয়, সালাদ, পান-সুপারি। রাতের খাবার-সাদা ভাত, আলুর দম, মাছ ভাজা।

ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবিরের আন্ডারে ঢাকা বিভাগের আওতাভুক্ত কারাগারগুলোর মধ্যে রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরস্থ ৪টি কেন্দ্রীয় কারাগার, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ি, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার।

এদিকে কারা অধিদপ্তর থেকে একটি সূত্র জানায়, আগামীকাল মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সব কারাগারে বন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।