ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
ঢামেকে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন

ঢাকা: টঙ্গী ইজতেমা ময়দান দুই গ্রুপের সংঘর্ষে আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে হাসপাতলের ভিতরে ও সামনে দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটে।

পরবর্তীতে নিরাপত্তার জন্য পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী মোতায়ন করা হয়।

সংঘর্ষে অনেকে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সংঘর্ষের ঘটনায় হাসপাতালে একজনের মরদেহ আনা হয়েছে। এদিকে হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেছে।

বুধবার (১৮ ডিসেম্বর) পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, টঙ্গীর ইজতেমার ময়দানে সংঘর্ষের ঘটনায় এই পর্যন্ত একজনের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এছাড়া এই ঘটনায় ৩৫ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছে এদের মধ্যে সাতজনকে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের (এসআই) মাসুদ আলম জানান, টঙ্গী সংঘর্ষের ঘটনায় অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাবলিগ জামাতের মুসল্লিরা হাসপাতালে ভিড় করছে। শাহবাগ থানা পুলিশ, ঢাকা মেডিকেল আনসার সদস্যরা সবাই মিলে হাসপাতালে নিরাপত্তার জন্য কাজ করছে।

এদিকে হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, টঙ্গীর জুবায়ের ও সাদ গ্রুপের সংঘর্ষের ঘটনায় ভোর থেকে হাসপাতালে রোগীরা চিকিৎসা নিতে আসে। এ সময় হাসপাতালের ভিতরে ও চত্বরে দুই গ্রুপের মাঝে উত্তেজনা দেখা যায়। বর্তমানে হাসপাতাল চত্বরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।