ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আত্মসমর্পণের আগে ‘সেফ এক্সিট’ চেয়েছিলেন ডাকাতরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
আত্মসমর্পণের আগে ‘সেফ এক্সিট’ চেয়েছিলেন ডাকাতরা

কেরানীগঞ্জ: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার ১২ কর্মকর্তাকে জিম্মি করে রাখে ডাকাত দল। তবে 

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয় জনতার তৎপরতায় তিন ডাকাত সদস্যই আত্মসমর্পণ করেছে।

 তবে আত্মসমর্পণ করার আগে জিম্মিদের মুক্তির বিনিময়ে নিজেদের ‘সেফ এক্সিট’ বা নিরাপদে প্রস্থান দাবি করেছিল তারা।

পুলিশে সঙ্গে কথোপকথনে ডাকাত দলের সদস্যরা এমন দাবি করেছিল বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।  

ওসি বলেন, ডাকাত সদস্যদের সঙ্গে যোগাযোগ হয়, ফোনে কথা হয়। তারা সেইফ এক্সিটসহ বিভিন্ন দাবির কথা বলে।  

তিনি বলেন, বিকেল পৌনে ৫টা পর্যন্ত জিম্মি পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান অপরিবর্তিত ছিল।  

এর আগে ব্যাংকটির প্রধান কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন, ভেতরে থাকা ডাকাতদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে। দুজন অস্ত্রধারী ১২ জনকে জিম্মি করে রেখেছেন। তবে সবাই নিরাপদে আছেন বলেও নিশ্চিত করেন তিনি।

আজ দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করে।

খবর পেয়ে ঘটনাস্থলে র‍্যাব, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও অবস্থান নেয়।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।