ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
খুলনায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা  গুলিবিদ্ধ সাব্বির

খুলনা: খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে মো. সাব্বির (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।  

শনিবার (২১ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাব্বির উপজেলার জয়পুর গ্রামের আব্দুল  কাদেরের ছেলে।  

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে সাব্বির ব্যবহৃত মোবাইল ফোনে একটি কল আসলে তিনি কথা বলতে বলতে বাড়ির বাইরে আসেন। এর কিছুক্ষণ পর দু’টি মোটরসাইকেলে চারজন ব্যক্তি এসে  সাব্বিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার নিতম্বে বিদ্ধ হয়। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য সেবাকেন্দ্রে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সেখান থেকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এক যুবক গুলিবিদ্ধ হয়েছে খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাকে হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এমআরএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।