মাগুরা: ‘আমার মনিকে ফিরিয়ে দাও, আমার মনি তো আমার মা বলে ডাকবে না, আমি কোথায় পাব আমার মনিকে, আমি সহায় সম্বল সব কিছু দিয়ে দেব আপনরা আামর মনি কে ফিরিয়ে দেন’ মেঘনায় জাহাজে নির্মমভাবে নিহত মাগুরার পলাশ বাড়ি গ্রামের সজিবুলের মায়ের বুক ভাঙা আকুতি এখন এরকম। তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেছে এই দৃশ্য।
পরিবারের হাল ধরতে জাহাজের চাকরি নিয়েছিলেন মাগুরা মহম্মদপুর উপজেলা পশালা বাড়িয়া গ্রামে সজিবুল ইসলাম (২৪) একই উপজেলার মাজেদুল ইসলাম (১৮) নামের দুই যুকব। চাঁদপুরের মেঘনা নদীর মাঝেচর এলাকায় সারবাহী জাহাজে সাতজন খুনের ঘটনায় মাগুরা মহম্মদপুর উপজেলার দুইজনের পরিচয় পাওয়া গেছে।
নিহত মাজেদুল চরবসবন্তপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে। অপর নিহত যুবক সজিবুল ইসলাম পলাশ বাড়িয়া গ্রামের দাউদ মোল্ল্যার ছেলে।
মহম্মদপুর উপজেলা পলাশ বাড়িয়া গ্রাম ও যশবন্তপুর গ্রামের দুইজনের পবিরারের চলছে শোকের মতম।
নিহত মাজেদুলের চাচা রফিকুল ইসলাম বলেন, আমার ভাইয়ের পরিবারের ৫জন সদস্য। ঢাকায় রিকশা চালিয়ে সংসার চালাচ্ছিলেন আমার ভাই। ছেলে মেয়ের মধ্যে মাজেদুল তৃতীয়। আর্থিক অনটন থাকায় পরিবারের হাল ধরতে সম্প্রতি ১০ দিন হয়েছে জাহাজে চাকরি নিয়েছিল। মেঘনা নদীতে জাহাজের কেবিনে তাকে শ্বাস নালি কেটে হত্যা করা হয়েছে। কিভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা আমরা জানি না। তবে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের আইনে মাধ্যমে শাস্তির দাবি করেন।
একই উপজেলার নিহত সজিবুল ইসলামের চাচাতো ভাই ওহিদুল ইসলাম বলেন, গরিব মানুষের ছেলে সজিবুল। কৃষি কাজ করে সংসার চালাতেন বাবা দাউদ মোল্ল্যা। তিন ভাইয়ের মধ্যে দুই ভাই জাহাজে থাকে। একজন থার্ড ক্লাস মাস্টার। সজিবুল থার্ড ক্লাস ড্রাইভার ছিল। দুই ভাইয়ের আয়ের উপর তাদের সংসার চলে। পরিবারের দাবি এই হত্যাকাণ্ডের সঠিক বিচার।
পলাশ বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুজ্জামান বলেন, মেঘনা নদীতে জাহাজে হত্যাকাণ্ডের অনেকের সাথে আমার প্রিয় ছাত্র সজিবুল ইসলাম রয়েছে। পারিবারিক আর্থিক অনটন থাকায় লেখা পড়ায় বেশি দূর যেতে পারেনি। তাকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তাদের দ্রুত বিচারের দাবি করছি।
মাগুরা মহম্মদপুর উপজেলা থানা অফিসার ইনর্চাজ আব্দুর রহমান বলেন, মেঘনা নদীতে মাঝেরচর এলাকায় একটি জাহাজে হত্যাকাণ্ডের ঘটনায় দুইজন নিহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মদরদেহ দুইটি পরিবারের কাছে হন্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
এমএম