ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

খালেদকে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
খালেদকে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য

৪ দিন নিখোঁজ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমম্বয়ক খালেদ হাসানকে দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান।  

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপাচার্য তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন।

তিনি খালেদ হাসানের দ্রুত সুস্থতা কামনা করেন।  

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ, ছাত্র আন্দোলনের সমন্বয়ক হামজা ও খালেদ হাসানের পিতাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিখোঁজ হওয়ার ৪ দিন পর মঙ্গলবার রাত সাড়ে ১১টায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ফিরে আসেন। হলে ফিরে আসার পর রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।