ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ভাবগাম্ভীর্যের সঙ্গে বড়দিন উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
ভাবগাম্ভীর্যের সঙ্গে বড়দিন উদযাপন খুলনায় বড়দিনের একটি অনুষ্ঠান।

খুলনা: খুলনার গির্জাগুলোতেও নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে যিশু খ্রিস্টের জন্মদিন।

যিশু এই সময় জেরুজালেমে জন্মগ্রহণ করেন। দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

এ উপলক্ষে খুলনার বিভিন্ন গির্জাগুলোকে সাজানো হয় নানা সাজে। গির্জায় গির্জায় হয়েছে বিশেষ প্রার্থনা, যেখানে ধর্মপ্রাণ খ্রিস্টানরা অংশ নেন।  

এছাড়া খুলনার বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠিত হবে রাতে।

নগরীর টুটপাড়া খ্রিস্টার্নপাড়ার তুফান গাইন জানান, এদিন খুলনার খ্রিস্টার্নপাড়ায় ঘরে ঘরে খাবারের আয়োজন করা হয়েছে। পিঠা-পুলি, কেক, মিষ্টি, পোলাও এবং নানা রকমের সুস্বাদু খাবার পরিবেশন করা হচ্ছে। পরিবার ও বন্ধুবান্ধবের মধ্যে উপহার বিনিময় করা হচ্ছে, যা ভালোবাসা ও বন্ধনের নিদর্শন। বড়দিনের আনন্দ কেবল খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, অন্যান্য ধর্মের মানুষজনও এতে আনন্দ ভাগাভাগি করেন।

শুভ বড়দিন উপলক্ষে নগরীর সোনাডাঙ্গা ক্যাথলিক চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কেসিসি প্রশাসক মো. ফিরোজ সরকার। এ সময় তিনি চার্চের পুরোহিত ফাদার জুয়েল ম্যাকফিল্ড-এর হাতে শুভেচ্ছা উপহার হিসেবে ফুল, কেক ও চকলেট হস্তান্তর করেন।

খুলনা ডুমুরিয়া উপজেলার চুকনগর চার্চের শুধাংশু মার্টিন দাস জানান, খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, যিশু খ্রিস্ট মানবজাতিকে পাপ থেকে মুক্তি দিতে পৃথিবীতে এসেছিলেন। তার আদর্শ ছিল শান্তি, মানবতা ও ভালোবাসার প্রচার। বড়দিনের মাধ্যমে এই শিক্ষাগুলো নতুন করে স্মরণ করা হয়।

খুলনার বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ও শপিং মলে বড়দিন উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হয়। আলোকসজ্জায় সজ্জিত রাস্তাঘাট, পার্ক এবং বিনোদন কেন্দ্রগুলো উৎসবমুখর হয়ে ওঠে। স্কুল-কলেজগুলোতেও বড়দিন উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়, যা শিক্ষার্থীদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।