কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় আগুনে পুড়ে যাওয়া সেই বিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ছাত্রাবাস থেকে কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার দামপাড়ার কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ছাত্রাবাস থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
স্থানীয় দামপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নারায়ণ সাহা কঙ্কাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে (২৫ ডিসেম্বর) উপজেলার দামপাড়ার কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ছাত্রাবাসে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নেভান এবং চলে যান। কিন্তু আজ বৃহস্পতিবার সকালে সেখানে কঙ্কাল দেখতে পান স্থানীয় লোকজন। বিষয়টি জানাজানির পর সন্ধ্যার দিকে পুলিশ সেখানে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে নিকলী থানায় নিয়ে যায়।
এদিকে কঙ্কালটি দেখে নিখোঁজ মা আঙ্গুরা বেগমের (৬০) বলে দাবি করেছেন দামপাড়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ফেরদৌস মিয়া।
এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন জানান, কঙ্কালের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মায়ের কঙ্কাল দাবি করা ফেরদৌস ও কঙ্কালের ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এসএএইচ