ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তালিকাভুক্ত সন্ত্রাসী ‘স্পিকার সোহেল’ গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
তালিকাভুক্ত সন্ত্রাসী ‘স্পিকার সোহেল’ গ্রেপ্তার মো. সোহেল রানা ওরফে স্পিকার সোহেল

ঢাকা: ১৬ মামলার আসামি ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. সোহেল রানা ওরফে স্পিকার সোহেলকে (৩৩) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

কলাবাগান থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ক্রিসেন্ট রোডের একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে সোহেল রানাকে গ্রেপ্তার করে থানার টহল পুলিশ। এ সময় তার হেফাজত থেকে সুইচ গিয়ার চাকু, কাটিং প্লায়ার্স (প্লাস), প্লায়ার্স ও মোবাইল ফোন জব্দ করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত সোহেল রানা ডিএমপির তালিকাভুক্ত ছিনতাইকারী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডিএমপির কলাবাগান ও তেজগাঁও থানায় ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ ১৬টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।