মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে ইউপি সদস্য ও তার ছেলেসহ তিনজনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে নিহত আতাউর রহমান আক্তার শিকদারের বাবা মতিউর রহমান বাদী হয়ে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ ৬৫ জনের নাম উল্লেখ্য করে মামলাটি করেন।
জানা গেছে, গত শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে আধিপত্য বিস্তার আর স্থানীয় কোন্দলের জেরে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগী সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যা করেন প্রতিপক্ষের লোকজন। দীর্ঘদিন ধরে বাঁশগাড়ী ইউপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও সদস্য আক্তার শিকদারের মধ্যে দ্বন্দ্ব ছিল। আক্তার ছিলেন বাঁশগাড়ী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। চেয়ারম্যান সুমন উপজেলা আওয়ামী লীগের সদস্য। এ কারণেই এ তিনজন খুন হয়েছেন বলে নিহতদের পরিবারের দাবি।
বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রাখা আছে। বাজার-ঘাটে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা এলাকায় টহল দিচ্ছেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিন খুনের ঘটনায় হত্যা মামলা হয়েছে। বাঁশগাড়ীর বর্তমান চেয়ারম্যান ও তার ভাইকে আসামি করা হয়েছে। বাকি আসামিদের নাম আপাতত বলা যাচ্ছে না। কারণ এতে আসামিরা গা-ঢাকা দিতে পারেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রযুক্তির মাধ্যমেও আসামিদের অবস্থান জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন:
বাড়ি ফিরে প্রতিপক্ষকে আক্রমণ, পাল্টা হামলায় আ.লীগ নেতাসহ নিহত ৩
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এসআই