খুলনা: খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুব আলম সোহাগ গ্রেপ্তার হয়েছেন।
রোববার (২৯ ডিসেম্বর) গভীর রাতে তাকে মহানগরীর তারেরপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যম আমরা জানতে পারি মাহাবুব আলম সোহাগ তারেরপুকুর এলাকার হাজী মেহের আলী সড়কের একটি বাড়িতে অবস্থান করছেন। আমরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নিয়মিত মামলা রয়েছে। তাছাড়া হত্যাসহ বিএনপি অফিস ভাঙচুর এবং খালিশপুর থানা বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদ করা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এমআরএম/এসএএইচ