ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ভেঙে ফেলা হলো বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার ম্যুরাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
টাঙ্গাইলে ভেঙে ফেলা হলো বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার ম্যুরাল ম্যুরাল

টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।  

সোমবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভেকু দিয়ে ম্যুরালটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ম্যুরালের দুই পাশেই ভাঙা হয়েছিল। সোমবার রাতে তা পুরোপুরি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। হঠাৎ করেই একটি ভেকু পৌর উদ্যানের ভেতরে প্রবেশ করে। পরে মুক্ত মঞ্চের পাশে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে গুড়িয়ে দেয়। বঙ্গবন্ধুর ম্যুরাল ছাড়াও সেখানে জাতীয় চার নেতার ছবি সম্বলিত ম্যুরাল ছিল।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ জানান, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই তাই কিছু বলতে পারছি না।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।