ঢাকা: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে সৌদি আরব প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আরও বড় পরিসরে বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে চাই।
রোববার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
'সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি: প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনা' -শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক আলোচনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান।
তিনি বলেন, সৌদি আরবের চিত্র ১০ বছর আগের চেয়ে এখন অনেক ভিন্ন।
সৌদিতে বিশ্বের অনেক বড় বড় কোম্পানি যেমন অ্যাপল, আইবিএম'র মতো ৪৫০টি কোম্পানি কাজ করছে।
তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশের অর্থনৈতিক জোনে বিনিয়োগে আগ্রহী। সৌদি কোম্পানিকে এখানে আমরা আমন্ত্রণ জানাবো।
সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ৩০ লাখ কর্মী সৌদি আরবে কাজ করছেন। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।
সভার প্রধান অতিথি ছিলেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং সিইও ড. এম মাসরুর রিয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত এম জসীম উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
টি আর/জেএইচ